সময়ের জনমাধ্যম

রেকর্ডগড়া ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়

Last Updated on 2 weeks by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: প্রথম ইনিংসে ইংল্যান্ড ৫০ ওভারে ৩৫১ রান তোলে। ইংলিশ ব্যাটার বেন ডাকেট খেলেন অসাধারণ এক ইনিংস। ১৬৫ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি।

তার আগে রেকর্ডটি ছিল ন্যাথান অ্যাস্টল ও গ্র্যান্ট ফ্লাওয়ারের, যারা ১৪৫ রান করে যৌথভাবে এই শীর্ষস্থানে ছিলেন। শেষ দিকে জফরা আরচারের ১৫ রানের ঝড়ো ইনিংস ইংল্যান্ডকে ৩৫১ রানের এভারেস্টে পৌঁছে দেয়।

মাথার ওপর ছিল রেকর্ড রান তাড়ার চাপ। তার ওপর ১৩৬ রানে নেই হয়ে গিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে ৩৫২ রান তাড়া করতে হলে কেউ একজনকে অতিমানব হিসেবে আবির্ভূত হতে হতো। সেটা জশ ইংলিসই হলেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের গড়া রানের এভারেস্ট ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলেছে অস্ট্রেলিয়া।

এভারেস্টই, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩৫০ রানের দলীয় ইনিংস আর একটাও ছিল না এ পর্যন্ত। আজ ইংল্যান্ডই সে চূড়ায় প্রথম পা রাখে। তাদের সে দম্ভ স্থায়ী হলো স্রেফ ঘণ্টা চারেক।

অজিদের রান তাড়ার শুরুটা অবশ্য তেমন কিছুর আভাস দিচ্ছিল না। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জফরা আরচারের দুর্দান্ত বোলিংয়ে ফিরে যান ওপেনার ট্র্যাভিস হেড। এরপর স্টিভেন স্মিথও বেশি সময় টিকতে পারেননি, বেন ডাকেটের দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। লাবুশেন ও ম্যাথিউ শর্ট চেষ্টা করলেও ইংলিশ স্পিনারদের চাপের মুখে উইকেট হারান লাবুশেন। শর্টও বিদায় নিলে ১৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদের মহাসমুদ্রেই পড়ে যায় অস্ট্রেলিয়া।

এই কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তোলেন অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিস। পঞ্চম উইকেটে ১৪৬ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখান তারা। ক্যারি ৬৩ বলে ৬৯ রান করে ফিরলেও, তখনও ইনিংসের হাল ধরে রেখেছিলেন ইংলিস। তবে ফেরার আগে ক্যারি গুরুত্বপূর্ণ অবদানই রেখে গেছেন অজি ইনিংসে।

ক্যারিকে হারালেও ইংলিস মনোবল হারাননি। জফরা আরচারকে বিশাল ছক্কা মেরে ৭৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৪টি ছক্কা। সেই একই স্টাইলিশ ছক্কা মেরেই দলের জয় নিশ্চিত করেন ইংলিস।

এই ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়ল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ৩৫১ রানের দলীয় রেকর্ড ভেঙে ৩৫৬ রান করে তারা নিজেদের নাম লেখাল ইতিহাসের পাতায় ।