Last Updated on 1 year by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: নির্বাহী আদেশে সারা দেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়, শনিবার (২০ জুলাই) এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এ সময়, সরকারি, আধা-সরকারি, বেসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এই তথ্য জানিয়েছেন।
তবে চিকিৎসা কার্যক্রম, হাসপাতাল, এবং জরুরি কাজে নিয়োজিত অফিসমূহও এই ঘোষণার আওতাবহির্ভূত।
এছাড়াও অন্যান্য জরুরি পরিষেবা যেমন – ফায়ার সার্ভিস, বিদ্যুৎ পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, বন্দরসমূহ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমসহ টেলিফোন, ডাক সেবা ও ইন্টারনেট এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং কর্মীগণ এর আওতাবহির্ভূত থাকবে। সূত্র- বিবিসি