সময়ের জনমাধ্যম

লন্ডনে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের মানববন্ধন

লন্ডনে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: জাজিরা নিউজ

Last Updated on 1 year by zajira news

লন্ডন প্রতিনিধি, জাজিরা নিউজ: বিশ্বের নানা দেশে প্রবাসী বাংলাদেশিরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ।

বিভিন্ন দেশের বড় বড় শহরে মানবন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ করছেন বাংলাদেশে আন্দোলনরত শির্ক্ষার্থীদের ওপর পুলিশের গুলির প্রতিবাদ জানিয়ে।

গতকাল সোমবার (২২ জুলাই) লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বড় বিক্ষোভ হয়েছে, যেখানে যোগ দেন কয়েক হাজার বাংলাদেশি। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পার্লামেন্ট ভবন পর্যন্ত যান।