Last Updated on 4 months by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: রাওয়ালপিন্ডিতে রবিবার (১ সেপ্টেম্বর) সকালটা বাংলাদেশের জন্য ছিল ভুতুড়ে। বিনা উইকেটে ১০ রানে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু মুহূর্তেই সফরকারীদের স্কোরকার্ড হয়ে যায় ৬ উইকেটে ২৬ রান। খুররম শেহজাদ আর মীর হামজার বোলিং তোপে একে একে ড্রেসিংরুমে ফেরেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
এমন বিপর্যয়ের ফলোঅনের শঙ্কা মাথায় চেপে বসে বাংলাদেশের। বৃষ্টির কারণে টেস্টের দৈর্ঘ্য একদিন কমে যাওয়ায় ফলোঅন এড়াতে প্রথম ইনিংসে অন্তত ১২৫ রান করতে হতো বাংলাদেশকে।
সেখান থেকেই কী প্রতিরোধই না গড়লেন লিটন ও মিরাজ। না, তাঁরা খুঁটি গেড়ে বসে থাকেননি উইকেটে। দারুণ সব শটের পসরা সাজিয়েই গড়ে ফেললেন ১৬৫ রানের জুটি। মিরাজ খুররম শেহজাদকে ফিরতি ক্যাচ দিতেই ভাঙে জুটি।
ততক্ষণে অবশ্য একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটন-মিরাজ। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটিটা যে তাঁদেরই।
সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েছেন লিটন-মিরাজ। এর আগে ৫০ রানের কমে ৬ উইকেট খোয়ানোর সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিটা ছিল ১১৫ রানের। সেই রেকর্ডটিও হয়েছিল পাকিস্তানে। ২০০৬ সালে করাচিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৯ রানে প্রথম ৬ উইকেট হারায় পাকিস্তান।
এরপর সপ্তম উইকেটে ১১৫ রানের জুটি গড়েন আবদুল রাজ্জাক ও কামরান আকমল। রাজ্জাক ৪৫ রান করে বিদায় নিলে ভাঙে সেই জুটি। উইকেটকিপার ব্যাটসম্যান কামরান ফিরেছিলেন শোয়েব আখতারকে নিয়ে অষ্টম উইকেটে ৮২ রানের জুটি গড়ার পর ১১৩ রান করে। সেই ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।
৫০ রানের কমে ৬ উইকেট খোয়ানোর পর সপ্তম উইকেটে আর একবারই ১০০ রানের জুটি দেখেছে। ২০২১ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে যেটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এনক্রুমা বোনার ও জশুয়া দা সিলভা। ক্যারিবীয়রা ১৮ রানে প্রথম ৬ উইকেট হারানোর পর ঠিক ১০০ রানই যোগ করেন দুজন।