সময়ের জনমাধ্যম

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

বাংলাদেশিদের অধিকাংশই অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করা এসব অভিবাসীর অনেকে সেখানকার সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

Last Updated on 3 weeks by zajira news

জাজিরা নিউজ ডেস্ক: লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) ভোর সোয়া ৬টার দিকে বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় ফেরত আসা ব্যক্তিদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিটেনশন সেন্টার থেকে তাদের বিদায় জানান। রাষ্ট্রদূত এ কার্যক্রমে সহযোগিতার জন্য লিবিয়ার কর্তৃপক্ষ ও আইওএমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে আইওএম কর্মকর্তারা প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ফিরতি বাংলাদেশিদের অধিকাংশই অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করা এসব অভিবাসীর অনেকে সেখানকার সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

এর আগে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।