সময়ের জনমাধ্যম

শিল্পকলা একাডেমিতে ১৫তম যাত্রা উৎসব ও নিবন্ধন কার্যক্রম শুরু

োমবার বিকেলে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসব উদ্বোধন করেন। ছবি: জাজিরা নিউজ

Last Updated on 10 months by admin

কালচার ডেস্ক, জাজিরা নিউজ: যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন এবং যাত্রা দল নিবন্ধনের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে আট দিনব্যাপী যাত্রা উৎসব।

একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় সোমবার (১৮ মার্চ) বিকেল পাঁচটায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

২৫ মার্চ পর্যন্ত চলবে এ উৎসব। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উৎসবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ৩১টি যাত্রা দল যাত্রাপালা পরিবেশন করবে। যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সদস্যসহ যাত্রা ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাঁদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রা দলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পালা মূল্যানয়কারী সদস্যদের মধ্যে রয়েছেন তাপস সরকার, মিলন কান্তি দে, নাসির উদ্দীন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ইস্রাফিল শাহীন, আমিনুর রহমান সুলতান, তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, তামান্না হক সিগমা প্রমুখ।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়; শিক্ষা মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি মূল্যায়নে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতিমধ্যে ১৪টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৭৮টি যাত্রা দলকে নিবন্ধন প্রদান করেছে এবং ৯টি যাত্রা দলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে। ১৫তম যাত্রা দল নিবন্ধন উৎসবে অংশগ্রহণকারী সব পালা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।