সময়ের জনমাধ্যম

শৈত্যপ্রবাহ বইছে দেশের ১৩ জেলায়

Cold wave is sweeping across 13 districts of the country

Last Updated on 3 days by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগের জেলার সংখ্যা ৮। তাই সব মিলিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) ১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। কেবল শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এসব জেলায় নয়, রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় আজ ঠান্ডার প্রকোপ ছিল। গতকাল থেকে ঘন কুয়াশা পড়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে তীব্র শীতের কারণে । সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। কাজের সন্ধানে তাদের বাইরে বেরোতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলে বিপত্তি দেখা দিয়েছে। এছাড়া, ঠান্ডাজনিত নানা অসুখে হাসপাতালসহ চিকিৎসাকেন্দ্রগুলোতে রোগী বেড়েছে।

শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রাজধানীতে কুয়াশা থাকতে পারে। তবে রোদ ওঠারও সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। সেখানে দেখা গেছে, শুক্রবারের মধ্যে শুধু দুই স্টেশন বাদ দিয়ে সবখানেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে। কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ এবং ওই জেলার কুতুবদিয়া স্টেশনে তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, শনিবার তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও কুয়াশা পুরোপুরি কাটতে আগামী আরও তিন দিন অপেক্ষা করতে হবে।