সময়ের জনমাধ্যম

শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া, ন্যূনতম মজুরি ১৭০০ রিংগিত

২০২৫ সালের বাজেট পেশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

Last Updated on 4 weeks by zajira news

সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা বড় সুখবর পেতে যাচ্ছেন। দেশটিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিংগিত নির্ধারণ করা হচ্ছে। এতে ভাগ্য খুলছে বাংলাদেশিসহ অন্য শ্রমিকদের।

শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিংগিত করা হচ্ছে।’

এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ওই বছরের ১ মে থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫০০ রিংগিত নির্ধারণ করেছিলেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একইসঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি জানান, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের ২২৯০ রিংগিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ৩৩৮০ রিংগিত এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের ২৯৮৫ রিংগিত প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করা হবে।

আনোয়ার ইব্রাহিম জানান, ছোট নিয়োগকর্তাদের জন্য নিয়মে শিথিলতা আছে। পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ব্যবসা পরিচালনার জন্য তারা এ মুজুরি বৃদ্ধি কার্যকর করতে ছয় মাস সময় পাবেন। পাঁচজনের কম শ্রমিকের নিয়োগকর্তাদের জন্য মজুরি বৃদ্ধি কার্যকর করতে ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত ছয় মাসের বিলম্ব মঞ্জুর করা হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভে (আইপিআর) ২৫০ মিলিয়ন রিংগিত বরাদ্দ করা হবে।’