সময়ের জনমাধ্যম

সংঘর্ষের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করল কোটাবিরোধীরা

Last Updated on 2 months by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: দুপুর থেকে টানা দফায় দফায় চলা সংঘর্ষের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা।

আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা।

সোমবার (১৫ জুলাই) রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার বিকেল ৩টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে।

চলমান এ আন্দোলনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার যদি আমাদের দাবি মেনে না নেই তাহলে আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় কোটাবিরোধী আন্দোলনকারীরা। এরপর থেকেই ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ঢাবি শাখা ছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। কোটা আন্দোলনকারীদের সমাবেশস্থলে মিছিল নিয়ে ছাত্রলীগ প্রথমে হামলা চালালে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পালটাধাওয়া। এ সময় ছাত্রলীগের হামলায় আহত হন অন্তত ২০০ শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়।