সময়ের জনমাধ্যম

সকাল সকাল বিপুল ভোটার, ব্যাপক উৎসাহ নিয়ে বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটাররা

Last Updated on 7 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ডাকসুর ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা বাজার সাথে সাথেই । তার আগেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটাররা জড়ো হতে থাকে।

সাড়ে ৮টার দিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা গেছে প্রায় এক কিলোমিটার লম্বা লাইন। কেন্দ্রটি শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে একদল ছাত্রী হইচই করতে করতে ছুটলেন লাইনে দাঁড়াতে। ভ্যাপসা গরমের কারণে ঘামছেন সবাই। প্রার্থীদের প্রচারপত্র হাতে নিয়ে বাতাস করতে দেখা যায় অনেককে।

বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখগুলোতে চলছে তল্লাশি। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, সঙ্গে পুলিশ।

ভোটের জন্য লাইনে দাঁড়ানো একজন ছাত্রী বললেন, অনেকদিন পর ডাকসুর ভোট হচ্ছে। তিনি জীবনে প্রথমবার এখানেই ভোট দিচ্ছেন। তাই অনেক উৎসাহ নিয়ে সকাল সকাল বাসা থেকে চলে এসেছেন। কিন্তু এসেই পড়েছেন দীর্ঘ লাইনে।

ইউনিভারসিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্র থেকে বেরিয়ে এক ভোটার বললেন, “অনেকগুলো ভোট দিতে হচ্ছে। তার প্রায় সাত মিনিট লেগেছে শুধু ভোট দিতে। “কেন্দ্রের ভেতরের ঢোকার পর কিছু আনুষ্ঠানিকতা ও শনাক্তকরণের বিষয় রয়েছে।”

ভোট দিয়ে বের হওয়া এক ছাত্রী বলেন, ঢোকার পর পরিচয় পত্রের নম্বর ধরে একটি শিটে স্বাক্ষর করতে হয়। এরপর তাকে দুটো ব্যালট পেপার দেওয়া হয়েছে। একটি কেন্দ্রীয় সংসদের জন্য, আরেকটি হল সংসদের জন্য।

“ভোট বুথের ভেতরে মোবাইল ফোন নিতে দেওয়া হচ্ছে না। ব্যালট পেপার এ পছন্দের প্রার্থীদের নামের পাশে ক্রস চিহ্ন দিতে হয়েছে। সব মিলিয়ে ৭ থেকে ৮ মিনিট সময় লেগেছে।”

ছয় বছর পর আয়োজিত ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে নিজেদের রায় দেবেন প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে একটানা ভোটগ্রহণ চলবে।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে।সকাল ৮টা বাজার আগে থেকেই টিএসসি কেন্দ্রের সামনে দেখা যায় ভোট দেওয়ার জন্য দুই শতাধিক শিক্ষার্থী অপেক্ষা করছিলেন।

পৌনে ৮টায় সাংবাদিকদের সামনে ভোটের বাক্স সিলগালা করা হয়। পরে ৮টা ৭ মিনিট থেকে এই কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয়। এরপর ৮টা ১০ মিনিট থেকে শুরু হয় ভোটগ্রহণ।