Last Updated on 2 months by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: আলোচিত গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া।
রবিবার (১০ আগষ্ট) বিকালে কুয়ালালামপুরের একটি অফিসে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম ।
এসময় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়র সহ- সভাপতি রফিক আহমদ খান, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক আশরাফুল মামুন, মোহাম্মদ আলী প্রমুখ ।
এসময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সকল সাংবাদিক হত্যার সঠিক বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
শেষে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় নিহত সকল সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।