Last Updated on 3 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ।
শুক্রবার (১১ জুলাই) হেলথ পলিসি ওয়াচ এর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার চার মাস পর এ পদক্ষেপ নেওয়া হলো।
ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস একটি সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানান, সায়মা ওয়াজেদ শুক্রবার থেকে ছুটিতে থাকবেন। সংস্থাটির সহকারী মহাপরিচালক ডা. ক্যাথারিনা বোহেম তাঁর স্থলাভিষিক্ত হবেন। বোহেম মঙ্গলবার নয়াদিল্লিতে এসইএআরও দপ্তরে যোগ দেবেন।
সায়মা ওয়াজেদ ২০২৪ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
অভিযোগ রয়েছে, এ পদে সায়মার নিয়োগ পাওয়ার জন্য তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়েছেন। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদন অনুসারে এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু করে দুদক ।