সময়ের জনমাধ্যম

সারা দেশে মোবাইল ইন্টারনেটের ‘ফোর-জি’ সেবা বন্ধ

Last Updated on 6 months by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ রয়েছে। তবে মোবাইল ইন্টারনেটের টু-জি এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু আছে

সংশ্লিষ্ট অপারেটর সূত্রে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে এ কথা জানা যায়।

ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না । প্রবেশ করা যাচ্ছে না হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার সহ বিভিন্ন ওয়েবসাইটে।

গতকাল গ্রাহকেরা অভিযোগ করেছিলেন, রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না অনেকে। কেউ আবার প্রবেশ করতে পারলেও ফেসবুক ও মেসেঞ্জারে বার্তা বা ছবি পোস্ট করতে পারছেন না। এমনকি অন্যদের পোস্টে ক্লিক করে বার্তা বা ছবি দেখতে পারছেন না তাঁরা। শুধু তা-ই নয়, ফেসবুকের হালনাগাদ পোস্ট খুঁজে পেতেও সমস্যা হচ্ছে অনেকের।

গত মঙ্গলবার রাতেও ভিপিএনের (ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) মাধ্যমে মুঠোফোনে ধীরগতির ইন্টারনেট ব্যবহার করতে হয় অনেককে।

গতকাল দুপুরের পর থেকেই দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলার পাশাপাশি ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হয়।