Last Updated on 2 weeks by zajira news
ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি এক যুবকের লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের। নিহত আল-আমীন (৩২) উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে আহত আল-আমীনকে উদ্ধার করে ভারতের একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়েছে বলে শোনা গেছে।
বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, “সীমান্তে বিএসএফ কী কারণে গুলি করেছে সেটা এখনো বলা যাচ্ছে না। ওই যুবকের মৃতদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।”
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, “শুনেছি, এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে গেছে বিএসএফ। পরে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
শনিবার সকালে আল-আমিনের মৃত্যুর বিষয়টি বিজিবিকে জানিয়েছে বিএসএফ। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
বিজিবি-৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের আহত হওয়ার খবর রাতে দিয়েছিল বিএসএফ। সকালে ওই যুবকের মৃত্যুর বিষয়টি জানায় তারা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। লাশ ফেরত দেওয়ার জন্য পতাকা বৈঠক করার জন্য চিঠি দেওয়া হয়েছে। বিএসএফ থেকে সময় পাওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ আনা হবে।