সময়ের জনমাধ্যম

সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে ভারত উদ্ধার করল মাল্টার পতাকাবাহী জাহাজ

োমালিয়ার জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করা মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েন ছবি: সংগৃহীত

Last Updated on 10 months by admin

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: প্রায় ৪০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে সোমালীয় জলদস্যুদের ছিনতাই করা একটি জাহাজ জব্দ করেছে ভারতীয় নৌবাহিনী। জাহাজটির ১৭ ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আত্মসমর্পন করেছে জাহাজে থাকা ৩৫ জলদস্যুর সবাই।

শনিবার (১৬ মার্চ) ভারতের নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

উদ্ধার হওয়া জাহাজটি মাল্টার পতাকাবাহী। নাম এমভি রুয়েন। এটি একটি বাল্ক ক্যারিয়ার, যেটি গত ডিসেম্বরে ছিনতাই হয়।

ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বিশেষ কমান্ডোসহ ভারতীয় নৌবাহিনী সোমালি জলদস্যুদের হাইজ্যাক করা একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে এবং ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে। অভিযানে ভারতীয় নৌবাহিনীর বিশেষ কমান্ডোরাও অংশ নেন বলেও জানান তিনি।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, গত শুক্রবার জাহাজটিকে আটক করা হয়। এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, জাহাজ উদ্ধারের সময় সেটিতে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলা হয়। জাহাজ ও এতে থাকা যেসব বেসামরিক নাগরিককে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছিল, তাদেরকেও ছেড়ে দিতে বলা হয়। একপর্যায়ে জাহাজটিতে থাকা ৩৫ জলদস্যুর সবাই তাদের কাছে আত্মসমর্পণ করেন। জাহাজটিতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ বা মাদক রয়েছে কিনা তা তল্লাশি করে দেখা হয়েছে।

জব্দ করা মাল্টার পতাকাবাহী ওই বাল্ক কার্গো জাহাজটির নাম এমভি রুয়েন। সোমালি জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের সময় এমভি রুয়েন নামে মাল্টার পতাকাবাহী ওই জাহাজটি ব্যবহার করে থাকতে পারে বলে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের ধারণা।

মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত মঙ্গলবার ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। নাবিকরা সবাই বাংলাদেশী।