সময়ের জনমাধ্যম

স্পেনে শতাব্দীর ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৫

Last Updated on 2 weeks by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: স্পেনে শতাব্দীর ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ২০০ জন ছাড়িয়ে গেছে। দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় হড়কা বানে এই বিপর্যয় নেমে আসে।

শুক্রবার (১ নভেম্বর) দেশটির সমন্বিত অপারেশনাল সমন্বয় কেন্দ্র জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশ, লা মাঞ্চা অঞ্চল এবং আন্দালুসিয়া এলাকায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৫। আরও তথ্য সংগ্রহ ও ভুক্তভোগীদের শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

অতিবৃষ্টির কারণে গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে ইউরোপের দেশটি। ২৯ অক্টোবর মুষলধারে বৃষ্টির জেরে আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যার পানির তোড়ে ভেসে যায় বিভিন্ন সেতু ও সড়ক। বাড়িঘর প্লাবিত হওয়ায় ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন অনেকে।

কিছু বাসিন্দারা বলছেন, স্থানীয় কর্তৃপক্ষ বন্যার ঝুঁকি সম্পর্কে দ্রুত সতর্ক করলে আরও প্রাণ বাঁচানো যেত। খবর বিবিসি

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সম্ভাব্য সবকিছু করবে। বন্যায় হতাহতের পাশাপাশি এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উপদ্রুত এলাকায় আরও ৫০০ সেনাসদস্য পাঠিয়েছে কর্তৃপক্ষ।

আরও দক্ষিণে, জেরেজ শহরে, ভারী বর্ষণে নদীতে পানির স্তর বেড়ে যাওয়ায় শত শত পরিবারকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হয়েছে।

এদিকে দেশটির ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী অঞ্চল ভ্যালেন্সিয়ায় আবহাওয়ার সবচেয়ে খারাপ অবস্থা কেটে গেলেও দক্ষিণ স্পেনে সতর্কতা জারি রয়েছে, শনিবারের মধ্যেই এই অঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে হুয়েলভা অঞ্চল, যা ভারী বৃষ্টিতে ইতোমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্তায়া শহরে মাত্র ১০ ঘণ্টায় যে বৃষ্টি হয়েছে তা শহরটির দুই মাসের গড় বৃষ্টিপাতের সমান।