সময়ের জনমাধ্যম

হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

Last Updated on 16 hours by zajira news

জাজিরা ডিজিটাল ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তের বিষয়ে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

ডিএমপি জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে তৎপর রয়েছে।

ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পেলে দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

এদিকে, ফেসবুকে জায়েদ জামান নামে এক মডারেটর তাদের ‘জাতীয় নাগরিক পার্টির’ গ্রুপে একটি মেয়াদ উত্তীর্ন এমআরপি পাসপোর্টের একটি স্ক্যান কপি পোষ্ট করেছে। আপলোড করা এই পাসপোর্ট নাম লেখা যাচ্ছে ফয়সাল করিম মাসুদ।

গ্রুপের মডারেটর জায়েদ জামান নামে তার পোষ্টে লেখেন “ফিঙ্গারপ্রিন্ট লাগবে, এই ডাটাবেজ থেকে নিয়ে নিন। আর কি লাগবে প্রশাসন আপনাদের?? বলেন??
তাও দিবো। যেই বাসায় থাকে ঐ বাসার ছবি ও দিতে পারি।”