Last Updated on 4 weeks by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় ভারতের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে শেখ মোরসালিনের গোলেই ২২ বছর পর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায় দল। শেষ পর্যন্ত সেই এক গোল ধরে রেখে মাঠ ছাড়েন হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা।
এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মোরসালিনের গোলের পর গ্যালারিতে তাঁর উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।
তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ উপস্থিত অতিথিদের সঙ্গে আলিঙ্গন করে আনন্দ ভাগাভাগি করেন।
রেফারি শেষ বাঁশি বাজানোর পর ক্রীড়া উপদেষ্টা মাঠে নেমে খেলোয়াড়দের অভিনন্দন জানান। এরপর বাফুফে সভাপতি তাঁকে নিয়ে যান ড্রেসিংরুমে। ক্রীড়া উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ড্রেসিংরুমের সেই উদ্যাপনের ভিডিও পরে প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের সঙ্গে নাচে–গানে উৎসবে মেতেছেন ক্রীড়া উপদেষ্টা, তাবিথ আউয়াল, মোস্তফা সরয়ার ফারুকী। এমন সময়ে ফুটবলাররা তাল মিলিয়ে ‘বোনাস চাই’ স্লোগান দেন। উচ্ছ্বসিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই আঙুল তুলে দলের জন্য দুই কোটি টাকা বোনাসের ঘোষণা দেন।
ড্রেসিংরুম থেকে বের হয়ে স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ টিভি সাংবাদিকদের সামনেও একই ঘোষণা পুনর্ব্যক্ত করেন তিনি।


