Last Updated on 3 weeks by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: হামজা চৌধুরী আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন । বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই তার ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি, শিগগিরই দেখা হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নিজের ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘অবশ্যই ইংল্যান্ড আমার বাড়ি, কিন্তু বাংলাদেশও তাই। আমার জন্মভূমিতে ফিরে যেতে এবং আমি যাদের সঙ্গে বড় হয়েছি তাদের প্রতিনিধিত্ব করতে পারা, এটি আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। এতে আমি অনেক আনন্দ ও গর্ববোধ করছি।’
হামজা দেওয়ান চৌধুরীর পরিবার বাংলাদেশি। তার বেড়ে উঠা ইংল্যান্ড। তার পরিবারের ইচ্ছা ছিল হামজার বাংলাদেশের জার্সিতে খেলার। বেশ কয়েক বছর ধরে আলোচনা থাকলেও চলতি বছরই বাফুফে ও হামজা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।