Last Updated on 2 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: এবার হাসনাত আবদুল্লাহকে বাংলাদেশের ‘জোহরান মামদানি’ বলে আখ্যা দিলেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।
বুধবার (২৫ জুন) রাতে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পিনাকী ভট্টাচার্য।
পোস্টে তিনি বলেন, ‘এস্টাবলিশমেন্ট, ইসলামোফোবিয়া এবং নব্য সুশীলগিরির বিরুদ্ধে লড়াই করে এমন যে কয়জন তরুণ বাংলাদেশে আছে তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ অন্যতম।’
তিনি আরও বলেন, ‘নিউইয়র্কে জোহরান মামদানির জয় বিশ্বজুড়ে আশার আলো তৈরি করেছে। তেমনি বাংলাদেশে কম্প্রোমাইজের রাজনীতি না করে চ্যালেঞ্জের রাজনীতি করে হাসনাতসহ অনেকেই ডিপ স্টেটের চক্ষুশূল হয়েছে। তোমাদের রাজনীতি ভবিষ্যতেও এমন পজিশনে থাকলে গণমানুষের সমর্থন থাকবে।’
পিনাকী ভট্টাচার্যের এই পোস্টে ৮১ হাজার মানুষ নিজের প্রতিক্রিয়া জানায়। এর প্রতিক্রিয়ায় আরেকটি পোস্ট দেন তিনি।
পোস্টে পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বলদ আইডেন্টিফাই করা খুব সহজ কাজ। আজ আমার পেইজে হাসনাত আবদুল্লাহকে নিউইয়র্কের জোহরান মামদানির সাথে তুলনা করে একটা পোস্ট দিয়েছিলাম। তো পোস্টটিতে ৩৩ হাজারের উপর লাইক, ২২ হাজারের বেশি লাভ রিঅ্যাক্ট, ২ হাজারের বেশি কেয়ার রিঅ্যাক্ট পড়েছে। সব মিলিয়ে রিঅ্যাক্ট ৬৩ হাজার।
কিন্তু আশ্চর্যজনকভাবে পোস্টটিতে হিন্দুত্ববাদী+ লীগ+বিএনপি মিলিয়ে সাড়ে তিন হাজার হা হা দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের আগামীর রাজনীতির জনসমর্থন। বাকিটা আপনারা যেটা ভালো মনে করেন।’