Last Updated on 3 weeks by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০০ জন। একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের ২৮টি ট্যাংক ধ্বংস করেছে।
গতকাল বুধবার (২৪ অক্টোম্বর) সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে বিগত কয়েক দিনের যুদ্ধ পরিস্থিতির আলোকে এ তথ্য দিয়েছে।
এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। সর্বশেষ দাবি অনুযায়ী, সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে।
এদিকে ইসরায়েল বলেছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে ৩০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। এর পর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ। লম্বা সময় ধরে লেবানন ও ইসরায়েল সীমান্তে উভয় পক্ষ পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করছে।
গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।
হিজবুল্লাহর ওপর হামলার সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। বিপরীতে হিজবুল্লাহও একের পর এক শক্ত জবাব দিচ্ছে।
সবশেষ ইসরায়েলের তেল আবিবের উত্তরের সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে গত শনিবার ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এ সময় নেতানিয়াহু ও তাঁর পরিবারের সদস্যরা বাসভবনটিতে ছিলেন না। হামলায় কেউ আহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।