সময়ের জনমাধ্যম

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের

Last Updated on 1 year by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক এক্স পোস্টে জানিয়েছেন, ‘হাসান নাসরুল্লাহ মারা গেছেন।’

লেবাননের রাজধানী বৈরুতে রাতভর চালানো বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।তবে হিজবুল্লাহ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, তাদের হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের সামনের সারির কমান্ডার আলি কারকিও নিহত হয়েছেন। এছাড়াও আরও কয়েকজন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলীতে চালানো হামলায় তারা নিহত হন বলে দাবি ইসরায়েলের।

যদিও এসব বিষয়ে এখনও নীরবতাই পালন করছে হিজবুল্লাহ। তবে ফরাসি সংবাদ সংস্থা এএফপি হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, শুক্রবার থেকে হাসান নাসরুল্লাহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে চালানো ইসরায়েলি হামলায় মোট ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯১ জন।

এর আগে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তেহরান ও হামাসের অভিযোগ ইসরায়েলই তাকে হত্যা করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেলআবিব।