Last Updated on 5 days by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন গ্রাহক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই নিয়ম বাস্তবায়নে ১ আগস্ট ২০২৫ থেকে অতিরিক্ত সিম বন্ধের প্রক্রিয়া শুরু করছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
বিটিআরসি জানিয়েছে, গ্রাহকদের তিন মাস সময় দেওয়া হবে স্বেচ্ছায় ১০টির বেশি সিম থাকলে তা বাতিল করার জন্য। নির্ধারিত সময় শেষে ধাপে ধাপে অতিরিক্ত সিমগুলো বন্ধ করা হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।
নতুন নিয়মে প্রায় ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে দেশে নিবন্ধিত প্রকৃত সিম ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭৫ লাখের বেশি। এর মধ্যে ৮০ শতাংশ ব্যবহারকারীর নামে রয়েছে ৫টির কম সিম। তবে ১১টির বেশি সিম রয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ গ্রাহকের নামে।
কোনো এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা *১৬০০১# নম্বরে ডায়াল করে জানতে পারবেন। অতিরিক্ত সিম থাকলে ‘ট্রান্সফার অব ওনারশিপ’ প্রক্রিয়ায় তা অন্যের নামে হস্তান্তর করা যাবে।
অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট গ্রাহকদের নিয়মিত এসএমএস পাঠানো এবং ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাতে। এই উদ্যোগের লক্ষ্য হলো সিম ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, অপব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।