সময়ের জনমাধ্যম

১০ মিনিটে পাওয়া যাবে অন-অ্যারাইভাল ভিসা : স্বরাষ্ট্র উপদেষ্টা

On-arrival visa to be issued within 10 minutes: Home affairs adviser

Last Updated on 4 weeks by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সেবা সহজ করতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটি অ্যাপ উদ্বোধন করেছেন ।

তিনি বলেছেন, “অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় লাগে; ৪৫ মিনিট-এক ঘণ্টা সময় লাগে। যে সিস্টেম (অ্যাপ) করা হচ্ছে, সেটা কার্যকরী হলে ৫-১০ মিনিটে উনি অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।”

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অ্যাপ উদ্বোধন করে সুবিধা তুলে ধরছিলেন জাহাঙ্গীর আলম।

“অনলাইনে ইনফরমেশন দেওয়ার পরে আমাদের এখানে কাগজপত্র ঠিক থাকলে একটা কোড আবেদনকারী পাবেন। এরপর বাংলাদেশে আসার পরে কোড দেখানোর পর ডলারে পেমেন্ট করলে ভিসা পেয়ে যাবেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই প্রক্রিয়া সারতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে।

“ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় ততটুকুই।” এই পেমেন্ট কার্ড ও ক্যাশে দুটোতেই দেওয়া যাবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “যেসব দেশের সাথে চুক্তি আছে, অন অ্যারাইভেল ভিসা তাদের জন্যই। আর যেসব দেশের সাথে চুক্তি নাই, তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।” অন অ্যারাইভাল ভিসার মেয়াদ ৩০ দিন থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, “পাসপোর্ট যেন সহজ হয়, এজন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া যায় কি না বা থাকলেও কত সহজ করা যায়- এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা চেষ্টা করব পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের যাতে দরকারই না হয়।” কয়দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “বলার সাথে সাথেই হবে- এটা বলা যাবে না; একটু সময় দিতে হবে।”

পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কি না তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর।