Last Updated on 2 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও ২-এ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে আটকে দিলো মালয়েশিয়া । তারা অভিবাসন শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যার মধ্যে রয়েছে পর্যাপ্ত তহবিল, আবাসন বুকিং না থাকা এবং অস্পষ্ট ভ্রমণের উদ্দেশ্য।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন বলেছেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের ‘নট টু ল্যান্ড’ পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে, বিমান সংস্থাগুলো তাদের তাদের জন্মভূমিতে ফিরিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে।
বৃহস্পতিবার মোট ১২৮ জনকে টার্মিনাল ১-এ আটক করা হয়, যার মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুইজন পাকিস্তানি, দুইজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান রয়েছেন। টার্মিনাল ২-এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি নাগরিক আছেন।
দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন সতর্ক করে বলেন, মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হতে বাধা দেওয়ার জন্য অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, গত ১১ জুলাই একইভাবে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভ্রমণ ভিসায় আসা ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।