Last Updated on 8 months by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ক্রিকেট মাঠে রেকর্ড আর সাকিব আল হাসান যেন একে অপরের পরিপূরক। এই জন্য ভক্তরা তার নাম দিয়েছেন রেকর্ড আল হাসান।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে খেলতে নেমে দেশসেরা এই ক্রিকেটার নতুন মাইলফলক স্পর্শ করেছেন ।
সৌম্য সরকারের দারুণ ক্যাচে আন্দ্রেস গাউসের আইটের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পান বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। সাকিব আল হাসানেরনাম উঠে যায় ইতিহাসের পাতায়।
তৃতীয় টি-টোয়েন্টিতে শনিবার যুক্তরাষ্ট্রের গাউসকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট পূর্ণ হয় সাকিবের। এর সঙ্গে ব্যাট হাতে তার নামের পাশে রয়েছে ১৪ হাজার ৫১৫ রান।
সুদীর্ঘ ক্রিকেট ইতিহাসে সাতশ উইকেট ও ১৪ হাজার রানের ‘ডাবল’ ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। এমনকি ছয়শ উইকেট ও ১২ হাজার রানও নেই আর কারও।
তিন সংস্করণের মধ্যে সাকিব ওয়ানডেতেই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ২৪১ ইনিংসে সাকিবের শিকার ৩১৭ উইকেট। ব্যাট হাতে ওয়ানডেতেই বেশি রান সাকিবের—৭৫৭০। ৬৭ টেস্টে ১২৩ ইনিংসে সাকিবের উইকেট ২৩৭টি। ব্যাট হাতে রান ৪৫০৫। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ১৪৬টি। এই সংস্করণে তাঁর চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির—১২৩ ম্যাচে ১৫৭টি। ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব রান করেছেন ২৪৪০।