Last Updated on 12 months by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: সরকারি চাকরিতে নিয়োগের বড় ঘোষণা আসছে আজ দুপুরে। যেখানে ক্যাডার ও নন-ক্যাডার মিলে ২২ হাজার জনকে নিয়োগ দেবে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হবে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, ২২ হাজার নতুন নিয়োগ আসছে। এখানে সব কয়টিই কর্মকর্তা পদ। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস হবে, তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে তিনিই বিস্তারিত সবকিছু জানাবেন।


