সময়ের জনমাধ্যম

৪২ রানে অলআউট শ্রীলঙ্কা, টেস্টে কার সর্বনিম্ন কত

Last Updated on 1 month by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: দক্ষিন আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হয়েছে । মাত্র ১৩ ওভার ৫ বলেই গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রান। বলের দিক থেকে লঙ্কানদের এই ইনিংসটি টেস্ট ইতিহাসের দেড়শো বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।

ডারবান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে পড়ে লঙ্কান ব্যাটাররা। মাত্র ২ জন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। কামিন্দু মেন্ডিস ২০ বলে ১৩ ও লাহিরু কুমারা করেন ১০ রান।

এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল, পবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো ও আশিথা ফার্নান্দো রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। একাই ৭ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিংয়ে ধস নামান প্রোটিয়া পেসার মার্কো জানসেন।

টেস্টে সবচেয়ে কম রানের ইনিংসটি নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা। টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত ৩০–এর কম রানের ইনিংস এই একটিই।

দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার। তাও একবার নয়, দুবার। প্রথমবার ১৮৯৬ সালে গেবেখায় (সাবেক পোর্ট এলিজাবেথ), দ্বিতীয়বার ১৯২৪ সালে বার্মিংহামে। দুটিতেই প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, দুটিতেই দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ৩০ রানে। এমনকি টেস্টের তৃতীয় সর্বনিম্ন স্কোর ৩৫ রানও প্রোটিয়াদেরই (১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে)।

দক্ষিণ আফ্রিকা ছিল টেস্ট ক্রিকেটে পা রাখা তৃতীয় দল। প্রথম দুই দলের মধ্যে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন ৩৬ রান। ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে এই রানে অলআউট হয়েছিল জো ডার্লিংয়ের অস্ট্রেলিয়া। মজার বিষয় হচ্ছে, ম্যাচটা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত হারেনি। টেস্টে সবচেয়ে কম রানের ১০টি ইনিংসের মধ্যে শুধু এই একটি ম্যাচই ড্র হয়েছে, বাকি ৯টিতেই হেরেছে অল্প রানে গুটিয়ে যাওয়া দল।

ইংল্যান্ডের সর্বনিম্ন রানের ঘটনা অবশ্য আরও পুরোনো, আরও সাফল্যের। ১৮৮৭ সালের জানুয়ারিতে সিডনি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৫ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। এখন পর্যন্ত এটিই ইংলিশদের টেস্টে সর্বনিম্ন রান। ম্যাচটিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৭৪ রানের লিড নিয়েও অবশ্য জিততে পারেনি। বরং দ্বিতীয় ইনিংসে ১৮৪ রান তুলে শেষ পর্যন্ত ইংল্যান্ডই জিতেছিল ১৩ রানে।

টেস্টে ৫০ রানের কমে অলআউটের দিক থেকে ভারতের রেকর্ডও বিব্রতকর। এখন পর্যন্ত তিনবার স্কোরবোর্ডে ৫০ তোলার আগে অলআউট হয়েছে দলটি, যার মধ্যে দুটিই গত চার বছরের মধ্যে। গত মাসে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে রোহিত শর্মার দল। তার আগে ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ভারত অলআউট হয়েছিল মাত্র ৩৬ রানে। এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন ছিল ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ৫০ রানের কমে অলআউট হয়নি জিম্বাবুয়ে ও আফগানিস্তান। তবে জিম্বাবুয়ে এই তালিকার অংশ হওয়া থেকে বেঁচেছে অল্পের জন্য। ২০১২ সালে নেপিয়ারে কিউইদের বিপক্ষে ৫১ রানে থেমেছিল জিম্বাবুয়ের ইনিংস। ২০১৮ সালে একসঙ্গে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখন পর্যন্ত খুব বেশি টেস্ট খেলেনি। দুই দলই খেলেছে ৯টি করে ম্যাচ।

এর মধ্যে আয়ারল্যান্ড ২০১৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। তবে আফগানিস্তান এখন পর্যন্ত এক শর নিচে অলআউট হয়নি। ২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১০৩ রানই দলটির সর্বনিম্ন।

বাংলাদেশ ৪৩ রানে অলআউট হয়েছে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে। পাকিস্তানের সর্বনিম্ন ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে (৪৯)। আর ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে কিংস্টনে।

Reendex

Must see news