সময়ের জনমাধ্যম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৪২ জন

Last Updated on 2 weeks by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখা যায়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, লিখিত পরীক্ষায় ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পিএসসি জানিয়েছে, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

এরপর সবচেয়ে বেশি পদ রয়েছে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৯২০ জন। এ ছাড়া, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, পরিবার পরিকল্পনায় ৪৯ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন ও গণপূর্ত ক্যাডারে ৬৫ জনকে নেওয়া হবে। প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন।