Last Updated on 1 year by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ ৬ ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। সম্প্রতি এমন একটি প্রতিবেদন নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তবে ভারতীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, খবরটি ভুয়া। চাঞ্চল্যকর ওই প্রতিবেদনে বলা হয় যে, ভারত-বিরোধী মনোভাব জাগ্রত করার বিরুদ্ধে ‘অ্যাকশন’ হিসেবে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রতিবেদনটিতে ছাত্র নেতাদের নামও প্রকাশ করা হয়েছিল। দিল্লির একটি সরকারি কার্যালয়কে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে এই খবরটিকে ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে।
গতকাল রোববার (০১ সেপ্টম্বর) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর এশিয়া ‘ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা’ শীর্ষক সংবাদ প্রকাশ করে।
সংবাদমাধ্যমটি দাবি করে, ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম। ভারত শেষমেশ জানালো এই সংবাদটি ভুয়া।