সময়ের জনমাধ্যম

তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে নাশকতার আগুন, শিশু ও মা সহ নিহত চার

তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে নাশকতার আগুন, শিশু ও মা সহ নিহত চার

Last Updated on 9 months by admin

তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে নাশকতার আগুন, শিশু ও মা সহ নিহত চার

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে । একটি বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, মোহনগঞ্জ এক্সপ্রেস তেজগাঁও এলাকা বিমানবন্দর এলাকা পার হয়ে খিলক্ষেতের দিকে এলে কয়েকটি বগিতে আগুন দেখতে পান যাত্রীরা।

তখন তারা চিৎকার করতে শুরু করলে তেজগাঁও স্টেশনে এসে চালক ট্রেনটি থামিয়ে দেন। এরপর ফায়ার সার্ভিস সেখানে এসে আগুন নেভাতে শুরু করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের ওসি শাজাহান সিকদার বলেন, “ভোর ৫টার দিকে ট্রেনটি তেজগাঁও স্টেশন অতিক্রম করার সময় তিনটি বগিতে আগুন দেয় সন্ত্রাসীরা। ৫টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পুলিশ প্রটেকশনে আগুন নেভায়। একটি বগি থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।”

নিহত চারজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে।

তারা হলেন- নদিরা আক্তার পপি (৩৫), তার ৩ বছরের ছেলে ইয়ামিন এবং মো. আক্তার (৪০)। অজ্ঞাত পরিচয় এক পুরুষের লাশ মর্গে রয়েছে।