সময়ের জনমাধ্যম

বড়দিনে যিশুর জন্মভূমি গাজায় বোমাবর্ষণে নিহত ৭০

বড়দিনে যিশুর জন্মভূমি গাজায় বোমাবর্ষণে নিহত ৭০

Last Updated on 2 years by admin

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: যিশুখ্রিস্টের জন্মভূমি ফিলিস্তিনের গাজায় আল-মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত হয় এবং আহত হয় আরও বহু মানুষ। যিশুখ্রিষ্টের জন্মভূমিতে খ্রিষ্টধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনেও ইসরায়েলের এই বর্বর হামলাকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বড়দিন শুরুর কয়েক ঘণ্টা আগে রোববার রাতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল, যা গড়ায় সোমবারে।

স্থানীয় বাসিন্দা ও ফিলিস্তিনি সংবাদমাধ্যমের ভাষ্য, গাজার প্রাণকেন্দ্রে আল-বুরেইজ শরণার্থী শিবিরে আকাশপথ ও স্থল হামলা বাড়িয়েছে ইসরায়েল।

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের মোট সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। এর বেশিরভাগ নারী ও শিশু। উদ্বাস্তু হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৮ লাখের বেশি।

এ পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।