Last Updated on 1 year by admin
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ গাজায় নিহত বেড়ে ২৩ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় ২৪৯
ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় ২৪৯ ফিলিস্তিনির প্রাণ গেছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।খবর আল জাজিরার।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫১০ জন আহত হয়েছেন। আর আহত হয়েছেন ২৪৯ জন। ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত হন। তবে শুরুতে এ সংখ্যা আরও বেশি বলা হয়েছিল।
সেই ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৩ হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ শিশু রয়েছে। প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনি ইসরায়েলে হামলায় আহত হয়েছেন।ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার ৬০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে খবরে জানা গেছে।
অব্যাহত অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে প্রায় ২০ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।
অসংখ্য আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ বা গণহত্যার সমান। তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো আন্তর্জাতিক আদালতে আইনি মামলা আনতে কাজ করছে। সূত্র : আনাদোলু এজেন্সি