Last Updated on 12 months by admin
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: কোথাও কোথাও সূর্যের দেখা নেই, ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস, দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকার অবস্থা এখন এমনই। উত্তরের পাশাপাশি দেশের অন্য অঞ্চলেও শীতের তীব্রতা আগের চেয়ে বেড়ে গেছে ।
ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চল শনিবার থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা, সূর্যের দেখা মিলছে না রোববারও। এর মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর উত্তরী হাওয়া শীতের অনুভূতি তীব্র করে তুলেছে।
রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা জেলার ওপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ থাকবে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঈশ্বরশী এলাকায় শীতটা বেশি থাকবে।”
রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, “এরকম ওয়েদার আরও চার-পাঁচদিন থাকবে। বৃহস্পতি-শুক্রবারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরে কুয়াশার ভাব কমবে। তাপমাত্রাও কমে শীত কিছুটা বাড়বে।”ঢাকায় এখন শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির পর শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।