Last Updated on 11 months by admin
বিনোদন ডেস্ক,জাজিরা নিউজঃ ইরানি পোশাক পরে ইরানের একটি উৎসবে ‘ফেরেশতে’ সিনেমা নিয়ে হাজির হয়েছেন এই তারকা অভিনেত্রী। আর যার কারণে মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেত্রী। জয়া এমন পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই জয়ার ছবি শেয়ার করে শুভেচ্ছা ও অভিনন্দনের বাণী ছুড়ে দিয়েছেন।
১ ফেব্রুয়ারি ইরানের তেহরানে শুরু হয়েছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইরানের বিখ্যাত এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার ছবি ‘ফেরেশতে’। উৎসবে বাংলাদেশের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী জয়া হাজির হয়েছিলেন ইরানের ঐতিহ্যবাহী ইসলামী পোশাকে।
সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে প্রদর্শিত হয়েছে জয়া অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ফেরেশতে’। এবার ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হলো এটি। ফেরেশতে’র প্রদর্শনীতে ইরানে বসবাসরত বাঙালি দর্শকের পাশাপাশি ভিন্নভাষি দর্শকরাও ছিলেন।
ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি। তেহরানের ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’।