সময়ের জনমাধ্যম

এআই দ্বারা তৈরি হলোগ্রামের সঙ্গে বিয়ে এক নারী শিল্পীর

স্পেনের চিত্রশিল্পী অ্যালিসিয়া ফ্রামিস ও তাঁর স্বামী (এআই দ্বারা তৈরি হলোগ্রাম) অ্যালেক্স । ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

Last Updated on 2 years by admin

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বিশ্বে প্রথম ঘটতে যাচ্ছে এ ধরনের ঘটনা। হলোগ্রাফি হচ্ছে এমন একধরনের ফটোগ্রাফিক প্রযুক্তি, যা কোনো বস্তুর ত্রিমাত্রিক ছবি তৈরিতে ব্যবহার করা হয়। এ প্রযুক্তিতে তৈরি করা ত্রিমাত্রিক ছবি ‘হলোগ্রাম’ নামে পরিচিত।

স্পেনের এক শিল্পী বিয়ে করতে যাচ্ছেন তাঁরই তৈরি হলোগ্রাম প্রযুক্তির এক কাল্পনিক পুরুষ সঙ্গীকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই হলোগ্রাম তৈরি করা হয়েছে।

মিস ফ্রামিসের মতে, তার হবু স্বামীর নাম আইলেক্স (এআইলেক্স)। হলোগ্রামটি ‘তার সমস্ত মানসিক চাহিদা মেটাতে’ তৈরি করা হয়েছে। তিনি তার ভার্চুয়াল অংশীদারকে কিছুটা জটিল রসদসহ মধ্যবয়সী পুরুষ হলোগ্রাম’ হিসাবে চিত্রিত করেছেন।

অ্যালিসিয়া ফ্রেমিস ইতিমধ্যেই বিয়ের ভেন্যু বুক করে ফেলেছেন। ইউরোনিউজ জানিয়েছে, এ বছর রটারডামের একটি জাদুঘরে এই অনুষ্ঠান হবে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মিজ ফ্রামিসের বিয়ে কোনো রোমান্টিক নয়, বরং ‘হাইব্রিড কাপল’ নামের তার নতুন প্রজেক্টের অংশ। যেখানে তিনি এআইয়ের যুগে প্রেম, ঘনিষ্ঠতা এবং পরিচয়ের সীমানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চান। এআই এখনও বিজ্ঞানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং কবিতা, শিল্প এবং উষ্ণতার মতো বিষয়ের অভাব রয়েছে। সূত্র: এনডিটিভি

ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাইব্রিড কাপল’ নামের একটি প্রকল্পের আওতায় ফ্রেমিস তাঁর এআইলেক্সকে তৈরি করেছেন। এর মাধ্যমে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রেম, ঘনিষ্ঠতা এবং পরিচয়ের সীমানা নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করে দেখতে চান।

ফ্রেমিস তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এআইলেক্সের সঙ্গে নিজের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘রোবটের সঙ্গে ভালোবাসা ও সম্পর্ক তৈরি অবশ্যম্ভাবী বাস্তবতা। রোবট দারুণ সঙ্গী এবং সহানুভূতি প্রকাশে সক্ষম। মুঠোফোন যেভাবে আমাদের একাকিত্ব ঘোচাতে পারে এবং আমাদের জীবনের শূন্যতা পূরণ করে, তেমনি আমাদের বাড়িতে হলোগ্রামের উপস্থিতি একে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।’

ফ্রেমিস আরও বলেন, যাঁদের সঙ্গী প্রয়োজন, তাঁদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা উপকারী হতে পারে। তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘আমার বন্ধু বিধবা। তাঁর পক্ষে আর বিয়ে করা সম্ভব নয়। এ ক্ষেত্রে রোবট তাঁর ভালো সঙ্গী হতে পারে।’