সময়ের জনমাধ্যম

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে বাংলাদেশি ২ যুবকের মৃত্যু নিখোঁজ ১

Last Updated on 11 months by admin

নিউজ ডেস্ক, জাজিরা নিউজঃ অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাদারীপুরের দুই যুবক সাগরে ডুবে মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুই যুবকের মৃত্যুর খবর জানাজানি হলে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মামুন শেখ (২০) ও সজল বৈরাগী (২৫), এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ওই উপজেলার আপন শেখ নামে আরও এক যুবক।

নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, গত ১৪ জানুয়ারি মামুন শেখ ও বৈরাগীসহ বেশ কয়েকজন যুবক ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে গত বুধবার লিবিয়া থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় চরে ইতালির পথে রওয়ানা দেয়।

৩২ জন ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকায় ৫২জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালী যাওয়ার পথে তিউনিশিয়ার ভূমধ্যসাগর নৌকার ইঞ্জিন ফেটে যায়। এতে মামুন ও সজলসহ ১২ জন সাগরে ডুবে মারা যান। এদিকে নৌকা ডুবির খবর পেয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় কোস্টগার্ড। তবে এখন পর্যন্ত রাজৈর উপজেলার গোহালা ইউনিয়নের পান্নু শেখের ছেলে আপন শেখ নিখোঁজ রয়েছেন বলে তারা জানান।

নিহত মামুন শেখের বড় ভাই সজিব শেখ ও নিহত সজল বৈরাগীর পিতা সুনীল বৈরাগী জানান, মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের সুন্দরদী গ্রামের বাদশা কাজীর ছেলে মোশারফ কাজী প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ১৩-১৫ লাখ টাকা করে নিয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইঞ্জিনচালিত নৌকায় ইতালি পাঠানোর সময় এই দুর্ঘটনা ঘটে। সরকারিভাবে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। এই ঘটনার প্রধান অভিযুক্ত দালাল মোশারফ কাজী দীর্ঘদিন ধরে লিবিয়া বসবাস করছে বলে জানান তারা।

অভিযুক্ত দালাল মোশারফ কাজী লিবিয়ায় থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ছেলে যুবরাজ কাজীর ব্যবহৃত মোবাইলফোন বন্ধ পাওয়া গেছে।

রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।