Last Updated on 2 years by BISWAS
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজঃ অনেক প্রতীক্ষার পর আবারও অনিয়মিত (অবৈধ) শ্রমিকদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার।
পহেলা ১ মার্চ শুক্রবার থেকে ৩১ শে ডিসেম্বর বুধবার পর্যন্ত অনিয়মিত (অবৈধ) শ্রমিকদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া।
এই সুযোগটি গ্রহন করতে প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলো লাগবে৷-
১। একটি মেয়াদসম্পন্ন পাসপোর্ট
২। পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস
৩। বিমান টিকেট
৪। কোন অ্যাপার্টমেন্ট ছাড়াই আপনি ইমিগ্রেশনে উপস্থিত হতে পারবেন ডকুমেন্টগুলো সাথে নিয়ে৷
৫। পেনিনসুলার মালয়েশিয়া এবং লাবুয়ানের 14টি ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন অফিসে উপস্থিত থাকতে হবে এবং অফিসে উপস্থিতির তারিখ থেকে 14 দিনের বেশি না, ভ্রমণের তারিখ সহ মূল দেশে ফিরতি টিকিট সহ৷
এছাড়াও Jabatan Imigresen Malaysia এর ফেসবুক পেইজে বলা হয়েছে, অবিলম্বে এই সুযোগটি গ্রহণ করতে এবং শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করার এবং অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির বিষয়ে মধ্যস্থতাকারী বা দালালদের কাছ থেকে যেন প্রতারিত না হয়। লিংকটি এখানে দেওয়া হল https://www.facebook.com/imigresen/posts/pfbid02Cgk6Rcc7jf8dLN8mMvvB4au9DAF7g5rARmekyLpfb7e3DEfCAuRZ6Jtj1pzAenMel


