সময়ের জনমাধ্যম

ইরাকের কাছে ক্ষমা চাইলো যুক্তরাষ্ট্র

Last Updated on 2 years by BISWAS

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বিমান হামলার জন্য ইরাকের সরকারের কাছে ক্ষমা চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হুসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুয়াদ মোহাম্মদ হুসেন বলেন, “প্রকৃতপক্ষে, ইরাকি ভূখণ্ডে হামলার বিষয়ে ইরাককে সতর্ক করেনি ওয়াশিংটন। একজন মার্কিন কর্মকর্তা সেই পরিস্থিতির জন্য আমাদের ক্ষমা চেয়েছেন।”

যদিও এসব হামলার আগে ইরাকি সরকারকে জানানো হয়েছিল বলে প্রথমে দাবি করেছিলেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কিরবি।

পরে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ৬ ফেব্রুয়ারি স্বীকার করেন, ওয়াশিংটন হামলার আগে বাগদাদকে সতর্ক করেনি। পরে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চান কিরবি।

চলতি বছরের জানুয়ারিতে জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়। ওই হামলার প্রতিশোধ নিতে ফেব্রুয়ারির শুরুতে ইরাক ও সিরিয়ায় পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এ হামলার জন্য ইরাকের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। খবর, স্পুটনিক নিউজ