Last Updated on 2 years by admin
নিউজ ডেস্ক, জাজিরা নিউজঃ চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
আজ (০৩ মার্চ) একই উদ্দেশ্যে সিঙ্গাপুরেই চিকিৎসা করাতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
উল্লেখ্য, ২৯ অক্টোবর গ্রেপ্তারের পর সাড়ে তিন মাস কারাভোগ করে ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান মির্জা ফখরুল। দুদিন পর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাসা থেকে চিকিৎসা নেন তিনি।
কারামুক্তির পর থেকেই সংবাদমাধ্যম এড়িয়ে চলছেন ফখরুল। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এছাড়া সংবাদ সম্মেলন কিংবা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি তিনি।