সময়ের জনমাধ্যম

র‍্যাব ডিজি পদক পেলেন ১২০ জন

Last Updated on 10 months by admin

নিউজ ডেস্ক, জাজিরা নিউজঃ সেবা ও সাহসিকতার জন্য র‍্যাব মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন সংস্থাটির ১২০ সদস্য। পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য এ পদক অর্জন করেন তারা।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‍্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে তাদের এ পদক তুলে দেন র‍্যাব ডিজি অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‍্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন তিনি।

বুধবার (০৬ মার্চ) এলিট ফোর্স র‍্যাব ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reendex

Must see news