সময়ের জনমাধ্যম

কানাডায় এক শ্রীলঙ্কান পরিবারের ৬ জনকে হত্যা

Last Updated on 2 years by BISWAS

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: কানাডার রাজধানী অটোয়ার একটি বাড়ি থেকে চার শিশু ও দুইজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সবাই শ্রীলঙ্কার নাগরিক এবং তারা কিছুদিন আগেই কানাডায় গিয়েছিলেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হামলাটিকে ভয়ানক শোচনীয় ঘটনা অবহিত করে এতে তিনি আতঙ্কিত হয়েছেন বলে মন্তব্য করেছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ছয়জন কানাডায় নতুন এসেছিল, তাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র ২ মাস।

এ ঘটনায় শ্রীলঙ্কা থেকে কানাডায় যাওয়া ১৯ বছর বয়সী পুরুষ শিক্ষার্থী ফেব্রিও ডি-জয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছয়টি প্রথম মাত্রার হত্যাকাণ্ড ও একটি হত্যাকাণ্ডের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ডি-জয়সা পরিবারটিকে চিনত আর ওই বাড়িতেই বসবাস করত।

নিহতরা হলেন ৩৫ বছর বয়সী এক নারী এবং তার ৭, ৪, ২ বছর বয়সী ও ২ মাস বয়সী চার সন্তান; এই পরিবারের পরিচিত ৪০ বছর বয়সী আরেকজন পুরুষ।সূত্র : রয়টার্স

সামাজিক মাধ্যমে করা এক পোস্টে অটোয়ার মেয়র মার্ক সাক্লিফ বলেছেন, “এটি আমাদের শহরে ঘটা অন্যতম সবচেয়ে মর্মান্তিক ঘটনা।”

Reendex

Must see news