Last Updated on 1 year by admin
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, গোলাম আরিফ টিপু-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, গোলাম আরিফ টিপু-এর মৃত্যুতে এ ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসের অন্যতম সাক্ষীর বিদায় ঘটলো।
শুক্রবার (১৫ মার্চ) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনৈতিক কর্মী। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গোলাম আরিফ টিপু। ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু-এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।
শোকবার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জন্ম নেয়া গোলাম আরিফ টিপু ১৯৪৮ সালে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। একই কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৫২ সালে রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলন মূলত তার নেতৃত্বে সংগঠিত হয়। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে সংগঠকের ভূমিকা পালন করেন গোলাম আরিফ টিপু।
মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ মানুষের সকল ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার ভূমিকা পালন করেছেন গোলাম আরিফ টিপু।
শুধু তাই নয়, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এর চিফ প্রসিকিউটর বা প্রধান কৌঁসুলির দায়িত্ব পালন করেন তিনি। বিবৃতিতে উদীচীর নেতারা বলেন, গোলাম আরিফ টিপু-এর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।