সময়ের জনমাধ্যম

ঢাকা শহর যেন আগুনের নরকে পরিণত হয়েছে: রিজভী

বিএনপির নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়ােজিত সংবাদ সন্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত

Last Updated on 6 months by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি পবিত্র রমজানে কতগুলো ইফতার পার্টি করেছে তা গণনার জন্য লোক নিয়োগ করেছে সরকার। রমজানের পবিত্রতা বজায় রাখতে ইফতার মাহফিলে বিশ্বাস করে বিএনপি। আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয়।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন রিজভী। ‘রমজানে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রসঙ্গে টেনে এ কৃথা বলেন তিনি।

 

রিজভী বলেন, ঈদ মানে আনন্দ-খুশি। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি। উন্নত মানের খাবার কেনার সঙ্গতি ছিল না। অত্যন্ত কষ্টে দিন-যাপন করছে দেশের মানুষ। আজকে আওয়ামী লীগ কোটি কোটি লুটপাট করেছে। তাদের নেতাকর্মীদের আনন্দের শেষ নেই।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ঈদের দিনও সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। সদরঘাটে পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছেন। মানুষ আগুনে পুড়ে মারা যাক, পানিতে ডুবে মারা যাক, সড়ক দুর্ঘটনায় মারা যাক এতে সেতুমন্ত্রীর কিছু যায় আসে না। ওবায়দুল কাদের সাহেব সাধারণ মানুষের মনে কোনো স্বস্তি নেই।

 

রিজভী বলেন, ঢাকা শহর যেন আগুনের নরকে পরিণত হয়েছে। কয়েকদিন আগে রাজধানীর বেইলি রোডে আগুন লেগেছে, শিল্প কারখানায় আগুন লেগে কয়েকজন মারা গেছেস। ঈদের দিনও আগুনে দগ্ধ হয়ে অনেক মানুষ মারা গিয়েছে। এতো সরকারের পক্ষ থেকে ঈদের উপহার। সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণের এ দুরবস্থা।


ব্রিফিংকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।