Last Updated on 9 months by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর (কনসুলার) হিসেবে নিযুক্ত হয়েছেন মো. মোরশেদ আলম। বৃহস্পতিবার (৪ এপ্রিল) তিনি হাইকমিশনে যোগদান করেছেন।
নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মোরশেদ আলম মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিদায়ী কাউন্সিলর জিএম রাসেল রানার স্থলাভিষিক্ত হলেন।
মো. মোরশেদ আলম আগে বাংলাদেশে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত সফলতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
নেত্রকোনা জেলার হাওড়খ্যাত অঞ্চল খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোরশেদ আলম।
মোরশেদ আলম ২০০৯ সালে রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সরকারের ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
তিনি মাধ্যমিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে গোল্ড মেডেল পান। এরপর কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক সম্পন্ন শেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।
চাকরি জীবনে তিনি আমেরিকা, ইউরোপ, রাশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও কোর্স সম্পন্নপূর্বক বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেন।