Last Updated on 2 years by zajira news
নিউইয়র্ক প্রতিনিধি, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন ।
বাফেলোতে বসবাসরত কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক মতিউর রহমান লিটু জানিয়েছেন, গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ মিয়া (৫৮) এবং কুমিল্লার বাবুল উদ্দিন (৪৩)। হত্যাকাণ্ডের সময় শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকায় বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। তার সঙ্গে ইউসুফ মিয়াও ছিলেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি ও রেডিওর মাধ্যমে দুজনকে হত্যা করার কথা জানান। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
স্থানীয় পুলিশ এবং পুলিশের স্পেশাল উয়েপন্স অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) দল ওই এলাকা ঘেরাও করে রাস্তা বন্ধ করে দিয়েছে।

