সময়ের জনমাধ্যম

বন্যহাতির আক্রমণে মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশী নিহত

Last Updated on 4 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: বন্যহাতির আক্রমণে মালয়েশিয়ায় মো: নওশের আলী (২৯) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

রোববার (১২ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির কেলানতান রাজ্যের গুড়া মুসাংয়ের পোস ব্লাউয়ের কাম্পুং ওমের একটি খামারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশীর বিস্তারিত তথ্য প্রকাশি করেনি কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নওশের যে খামারে কাজ করতেন সেখান থেকে সহকর্মীসহ বাসায় ফেরার পথে পাহাড় থেকে নেমে আসা একটি হাতিকে দেখতে পান তারা। এ সময় একটি বন্যহাতি দৌড়ে তাদের আক্রমণ করে।

পুলিশ জানায়, সাথে থাকা সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও নওশের বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। তদন্তে দেখা গেছে, নিহতের পেটে আঘাত ও শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের ছাপের চিহ্ন রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় গুয়া মুসাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

Reendex

Must see news