সময়ের জনমাধ্যম

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইটে টার্বুলেন্সের (ঝাঁকুনী) শিকার হয়ে এক যাত্রীর মৃত্যু

Last Updated on 8 months by zajira news

এয়ারটার্বুলেন্সের (ঝাঁকুনি) শিকার হয়ে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী নিহত হয়েছেন। এয়ারলাইন্সটি জানিয়েছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে ব্যাংককে ডাইভার্ট করা বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানটি অবতরণ করেছিল। খবর বিবিসি

সিঙ্গাপুর এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, এসকিউ৩২১ ফ্লাইটটি যাত্রা পথে মারাত্মক টার্বুলেন্সের সম্মুখীন হয়েছে। ফ্লাইটটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্স আহত যাত্রীদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য একটি দলকে ব্যাংককে পাঠাচ্ছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

থাই কর্তৃপক্ষ সুবর্ণভূমি বিমানবন্দরে অ্যাম্বুলেন্স এবং জরুরি দল পাঠিয়েছে। ফ্লাইটে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। বিমান চলাচলে এয়ারটার্বুলেন্সের শিকার হওয়া একটি সাধারণ ঘটনা- একটু-আধটু ঝাঁকুনি একেবারেই স্বাভাবিক বিষয় যদিও এতে এই ধরনের গুরুতর হতাহতের ঘটনা বিরল।

কখনও কখনও টার্বুলেন্সেরের বিষয়ে আগে থেকেই সতর্কবার্তা দেওয়া সম্ভব হয়। পাইলটরা একে অপরকে এই ব্যাপারে সতর্ক করেন। তবে কখনো কখনো কোনো পূর্বানুমান ছাড়াই এই ঝাঁকুনির শিকার হতে হয়।

Reendex

Must see news