Last Updated on 1 year by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বলিউড বাদশা শাহরুখ খান, যার নামে কেঁপে উঠে দুনিয়া। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব তার। সবার ফেভারিট তিনি। শুধু ভক্তরাই নয়, নিজের চারপাশের মানুষদের সুখ দুঃখের ভাগীদার শাহরুখ খান।
গোটা ভারতবর্ষকে শিখিয়েছেন, কিভাবে দুই হাত উজাড় করে ভালোবাসতে হয়। শাহরুখ খানের সিনেমা যেমন ঝড় তোলে বক্স অফিসে, তেমনি তিনিও ঝড় তোলেন ভক্তদের হৃদয়ে। ভক্তদের জন্য জান হাজির এই তারকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌতুক অভিনেতা সুনীল পাল দাবি করেছিলেন যে, একসময় শাহরুখ খান গভীর রাতে বস্তিতে যেতেন।
সুনীল জানান, ‘শাহরুখের টিমের একটা ছেলে সুভাষ আমাদের বস্তিতে থাকত।
শাহরুখ খান তাকে প্রতি ৪ থেকে ৬ মাসে একবার করে দেখতে যেতেন। তার বাচ্চার জন্মদিন হলে বা অন্য কোনও উপলক্ষ হলে শাহরুখ আসতেন রাত ১২টার পর। সুভাষের ওই বস্তির ছোট্ট ঘরে চুপিচুপি এসে ১০ থেকে ১৫ মিনিট কাটিয়ে চলে যেতেন।’
সুনীলের কথায়, এত বড় তারকা হয়েও মাটির মানুষ শাহরুখ। এতটুকু দম্ভ ছুঁতে পারেনি।
সুনীল পাল বলেন, ‘যখন কোনও বিশেষ অনুষ্ঠান থাকতো ঠিক সে দিন গভীর রাখে তাকে দেখতে যেতেন। শাহরুখ খান প্রতি ৪-৬ মাসে একবার করে দেখতে যেতেন। তার বাচ্চার জন্মদিন হলে বা অন্য কোনো উপলক্ষ্য হলে রাত বারোটার পর ১০-১৫ মিনিটের জন্য আসতেন।’