সময়ের জনমাধ্যম

ডিজেল ও কেরোসিনের দাম কমলো

Last Updated on 6 months by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা করে কমানো হয়েছে। তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।

অর্থাৎ জুলাই মাসে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকবে। এর আগে মে মাসে পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা করে বাড়ানো হয়েছিল।

আজ সোমবার (০১ জুলাই) থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম হবে ১০৬ টাকা ৭৫ পয়সা, যা জুনে ছিল ১০৭ টাকা ৭৫ পয়সা। পেট্রোল প্রতি লিটার ১২৭ এবং অকটেন ১৩১ টাকায় বিক্রি হবে। গতকাল রবিবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রজ্ঞাপনে নতুন দর নির্ধারণের কথা জানানো হয়।

বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে দেশে পঞ্চমবারের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। ফলে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি এক টাকা কমানো হয়েছে।

Reendex

Must see news